২০১৮ বিশ্বকাপে প্রথমবার লক্ষ্যভেদ করলেন লুই সুয়ারেস। বার্সেলোনা স্ট্রাইকারের গোলটাই উরুগুয়েকে পৌঁছে দিলো শেষ ষোলোতে। সৌদি আরবের বিপক্ষে তাদের ১-০ গোলের জয়ে লাভ হয়েছে রাশিয়ারও। তাদের জয়ে স্বাগতিকরাও নিশ্চিত করেছে নকআউট পর্ব।
মিশরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছিলেন সুয়ারেস। গোলরক্ষকের সঙ্গে ওয়ান টু ওয়ানেও মিস করেছেন দুটি সুযোগ! সৌদি আরবের বিপক্ষে আর ভুল হয়নি। ২৩ মিনিটে পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে বার্সেলোনা তারকা এগিয়ে নেন উরুগুয়েকে। শেষ পর্যন্ত তার হেড থেকে পাওয়া গোলটাই জয় নিশ্চিত করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।