২০১৪ সালের বিশ্বকাপে তিন ম্যাচে একাদশে খেলেছিলেন এনসো পেরেস। রাশিয়া বিশ্বকাপে প্রাথমিক দলে জায়গা হলেও চূড়ান্ত দল থেকে বাদ পড়েন এই মিডফিল্ডার। কিন্তু বিশ্বকাপ শুরুর ৫ দিন আগে সুখবর পেলেন তিনি। মানুয়েল লানজিনি ইনজুরিতে ছিটকে পড়ায় ২৩ জনের দলে জায়গা হয়েছে পেরেসের।
গত শুক্রবার স্পেনে গড়া ক্যাম্পে অনুশীলন করতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় লানজিনির। এতেই বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে যায় ওয়েস্ট হ্যাম মিডফিল্ডারের। অথচ দলে থাকলে একাদশে তার খেলার সম্ভাবনা ছিল অনেক।
যাই হোক, লানজিনির স্থলাভিষিক্ত হিসেবে হোর্হে সাম্পাওলি ডেকেছেন গত বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালের একাদশে খেলা পেরেস।
২০১৮ সালে আর্জেন্টিনার জার্সি একবারও গায়ে দেওয়া হয়নি ৩২ বছর বয়সী মিডফিল্ডারের। কিন্তু অক্টোবরে ইকুয়েডরের বিপক্ষে বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন পেরেস। গুইদো পিজারো, দিয়েগো পেরোত্তি, লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো বাত্তাগলিয়ার মতো খেলোয়াড়দের টপকে এবার মূল দলে তিনি।
আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ ‘ডি’র পরের ম্যাচে তারা ক্রোয়েশিয়া ও নাইজেরিয়াকে মোকাবিলা করবে। গোল ডটকম