• সন্ধ্যা ৭:০১ মিনিট শনিবার
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সামাজিক সংগঠন “সোনারগাঁ নাগরিক সমাজ” এর পথচলা শুরু সংস্কারপন্থী ও লুটেরাদের জায়গা সোনারগাঁয়ে হবে না : মান্নান জামিনে মুক্ত হলেন সোনারগাঁ থানা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া সুতা ভর্তি কন্টেইনাল সোনারগাঁয়ে উদ্ধার সোনারগাঁয়ে ইউপিতে যারা প্যানেল চেয়ারম্যান হলেন চেয়ারম্যানদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক সেনা বাহিনীর হাতে থানা বিএনপি যুগ্ন-সম্পাদক আটক ছাত্র সমন্বয়কদের গনিত অলিম্পিয়াড সেজন-১ পুরস্কার বিতরন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল খালেদা জিয়াসহ নেতাকর্মীদের সুস্থতা কামনায় বিএনপির দোয়া সোনারগাঁয়ে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ  সাংবাদিক ইউসুফ আলীর মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতি পুলিশের সহায়তা পায়নি ভুক্তভোগী সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতি সোনারগাঁয়ে অবৈধ গ্যাস বিচ্ছিন্নকালে তিতাস কর্মচারীদের উপর হামলা সোনারগাঁয়ে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান সোনারগাঁয়ে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে নারীকে বাড়ি থেকে উচ্ছেদ আগামীকাল উপজেলার যেসব স্থানে বিদ্যুৎ বন্ধ থাকবে
সোনারগাঁয়ে লাগামহীন আইপিএল জুয়া

সোনারগাঁয়ে লাগামহীন আইপিএল জুয়া

Logo


আশরাফুল অালম, ক্রিকেট খেলা সার্বজনীন  খেলা হলেও এই ক্রিকেট এখন জুয়াবাজির অন্যতম কারন হিসেবে স্থায়ী রুপ নিয়েছে সর্বত্র। চলতি মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাগামহীন ভাবে দিন দিন বেড়েই চলছে আইপিএল জুয়া । শুধু বিত্তশালীরাই নয় আইপিএল জুয়ায় ক্রমেই আসক্ত হয়ে পড়ছেন দিনমজুর, চা-দোকানী, রিক্সা ভ্যানচালক, সিএনজি চালক, গ্যারেজ ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, গার্মেন্টসকর্মী, মুদি দোকানী, বিভিন্ন কাপড়ের দোকানের মালিক কর্মচারী, ভ্যারাইটিজ ষ্টোরের মালিক কর্মচারী ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মেতে উঠেছে আইপিএল জুয়ায়। বিভিন্ন কারখানায় কর্মরত অনেক শ্রমিক রিক্সা ভ্যানচালক, চা-দোকানী ও ব্যবসায়ী আইপিএলের জুয়ায় প্রতিদিনের রোজগার ও আগাম মাসিক বেতনের টাকা ও একদিনেই হেরে যাচ্ছেন। অনেক কারখানা শ্রমিক তার আগাম বেতন দিয়েই ধরছেন বাজি। আইপিএল বাজি এখন সোনারগাঁয়ে মহামারী আকারে সর্বত্র ছড়িয়ে পড়েছে। দিন যত গড়াচ্ছে জুয়ার মাঠ তত বেশি গরম হচ্ছে। ম্যাচ শুরু হওয়ার আগেই আইপিএল জুয়াড়িরা কার সঙ্গে কে বাজি ধরবেন এনিয়ে দালালও নিয়োগ করা থাকে। এজন্য দালালরা পেয়ে থাকেন কিছু কমিশন বিজয়ীদের কাছ থেকে। অনেক জুয়াড়ি নিজের কাছে রাখা গচ্ছিত টাকা হেরে চড়া সুদে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে ধরছেন বাজি। ফলে আইপিএলের জুয়ার বাজারে সুদি ব্যবসায়ীদের ব্যবসা এখন জমজমাট। তাছাড়া অনেক শিক্ষার্থীদের অভিভাবকরা সন্তানদেরকে আইপিএল জুয়া থেকে বিরত রাখতে না পেরে নিজ গৃহের ডিসলাইন সংযোগ বিছিন্ন করে দিয়েছেন। তার পরও কোন ক্রমেই বন্ধ করা যাচ্ছেনা আইপিএল জুয়া। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের জুয়ায় বাজি ধরে লাখ লাখ টাকা হেরে সর্বস্বান্ত হয়ে দেনার দায়ে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আবার অনেক যুবকই বাজি ধরে হয়েছেন লাখ লাখ টাকার মালিক। প্রতিদিন ম্যাচ শুরু হওয়ার আগেই জুয়াড়িরা লাখ লাখ টাকার বাজি ধরছেন। আইপিএল ২০১৮ সালের এবারের দলগুলো হল সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি, রাজস্থান, ব্যাঙ্গালুর, চেন্ন্াই , মুম্বাই, কলকাতা ও পাঞ্জাব। এসব দলের মধ্যে মধ্যে প্রতিটি ম্যাচই হচ্ছে লাখ লাখ টাকার জুয়াবাজি। আইপিএলের আসর শুরু হওয়ার পর থেকেই এজুয়া এখন মহামারী আকার ধারন করেছে। প্রতিদিন ম্যাচ শুরু হওয়ার পর থেকেই সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি গ্রামেই তরুন সমাজ ও স্বীকৃত জুয়াড়িরা এই বাজি ধরছেন ম্যাচ প্রতি লাখ লাখ টাকা। গত কয়েক দিনে আইপিএলের জুয়ায় সর্বস্বান্ত হয়ে অনেকেই এখন পথে বসেছেন। শুধু ম্যাচই নয় প্রতিটি বলে বলে ধরা হচ্ছে বাজি। এই বলে ছক্কা হবে এই বলে চার হবে। এই বলে আউট হবে এসব নিয়েও জুয়াবাজিতে সরগরম সোনারগাঁয়ের বাজির মাঠ। খেলা শুরুর পর থেকে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় বাজি ধরা হয়েছে কয়েক লাখ টাকা। উপজেলার কাঁচপুর এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী আইপিএল জুয়াড়ি  ৮ লাখ টাকা হেরে এলাকা ছেড়েছেন । এমন দাবি মেঘনাঘাট এলাকার একজন জমি ব্যবসায়ী ১৭ লাখ হেরে ব্যবসা বন্ধ করে পাগলের ন্যায় পথে ঘুরে বেড়াচ্ছেন । এছাড়াও এই আইপিএল জুয়ায় রিক্রাাচালক, চা-দোকানী, মুদিব্যবসায়ী, দিনমজুর কিস্তি ঋনের সুদের চাপে দেনার দায়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আইপিএল জুয়ায় টাকা হেরে অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়ছে। আইপিএলের জুয়ার কারনে সমাজে নানা অপরাধ মূলক কর্মকান্ড বেড়েই চলছে ।


Logo