• রাত ১০:১৭ মিনিট বৃহস্পতিবার
  • ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : হেমন্তকাল
  • ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
বন্দরে মিশুক চালক জাকির নিখোঁজ বন্দরে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সোনারগাঁয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় ছেলে নিহত, বাবাসহ আরেক ছেলে আহত সোনারগাঁয়ে ৯ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ বন্দরে প্রবাসীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা সোনারগাঁয়ের ১১ জনের মনোনয়ন বৈধ ২ জন বাতিল হলফনামায় কায়সার ও লিয়াকত হোসেন খোকা যত সম্পদ দেখিয়েছেন হলফনামায় কায়সার ও লিয়াকত হোসেন খোকা যত সম্পদ দেখিয়েছেন আয় কমেছে এমপি খোকার ও তার স্ত্রীর বন্দরে চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ যুবকের ৭ দিন পর মৃত্যু বন্দরে চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ যুবকেন ৭ দিন পর মৃত্যু নদীতে ডুবে যাওয়ার ২১ ঘন্টা পর শিশু রিয়াদের লাশ উদ্ধার বন্দরে কিশোর সন্ত্রাসীদের হামলায় মাদ্রাসার নাইটগার্ড আহত ২৪০ দিনে কুরআনে হাফেজ হলেন খালিদ সাইফুল্লাহ রিদওয়াদ আওয়ামীলীগ নেতা আব্দুল হাই ভুঁইয়া মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল তৃণমুল বিএনপিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে নাম লেখালের এডভোকেট রোকন সোনারগাঁয়ে ১২ বছরের মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ সোনারগাঁয়ে বড় ভুমিকম্প মনোনয়ন জমা শেষে চুপচাপ প্রার্থী ও নেতাকর্মীরা কাঁচপুর ব্রিজের ঢালে নাফ বাস উল্টে আহত ১০, তীব্র যানজট
সোনারগাঁয়ে ক্রিকেটার দিদারের উপর সন্ত্রসী হামলা, আহত-১ থানায় মামলা

সোনারগাঁয়ে ক্রিকেটার দিদারের উপর সন্ত্রসী হামলা, আহত-১ থানায় মামলা

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকম: পূর্ব শত্রুতার জের ধরে রবিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার পানাম এলাকায় সোনারগাঁয়ের উদিয়মান ক্রিকেটার দিদার হোসেনের উপর সন্ত্রাসী হামলা করেছে এক দল সন্ত্রাসী। হামলায় ক্রিকেটার দিদারের বন্ধু সাব্বির হোসেন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় রবিবার বিকেলে ক্রিকেটার দিদার বাদী হয়ে সোনারগাঁ থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৩/৪জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, রবিবার দুপুরে পানাম এক নং গেইটের সামনে টিপুরদী গ্রামের লিটনের ছেলে তানজিল, কামালের ছেলে হৃদয়, শহিদুল্লা ভূঁইয়ার ছেলে হাসান, বানীনাথপুর গ্রামের আঃ সালামের ছেলে সজিব ও গোয়ালদী গ্রামের কালামের ছেলে জুদানসহ ৩/৪জন অজ্ঞাতনামা সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড়, কাঠের ও বাঁশের লাঠি ও ধারালো সুইচ গিয়ার(ছোরা) নিয়ে আমার উপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে আমি দৌড়ে পানাম বাজারে গিয়ে আশ্রয় নিলে আমার সঙ্গে থাকা বন্ধু সাব্বিরকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এক পর্যায়ে তানজিল ও হৃদয় তাদেও হাতে থাকা ধারালো সুইচ গিয়ার(ছোরা) মাথায় আঘাত করে এতে তার মাথা কেটে মারাক্তক জখম হয়। পরে তার আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে যাওয়ার আগে দিদার ও সাব্বিরকে প্রাণনাশের হুমকি দিয়ে যায় তারা। হামলার সময় সাব্বিরের সাথে থাকা একটি মোবাইল ফোন ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

ক্রিকেটার দিদার জানান, আমিনপুর মাঠে রবিবার এস এস ট্রফি টেস্ট ম্যাচ চলছিল। ম্যাচের লাঞ্চ বিরতিতে আমি ও আমার বন্ধু লাঞ্চের জন্য পানাম বাজারে যাওয়ার পথে তানজিল ও হৃদয় এর নেতৃত্বে এক দল সন্ত্রাসী হামলা চালায়। আমি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও বন্ধু সাব্বিরকে ছুড়ি দিয়ে মাথায় আঘাত করে মারাক্তক ভাবে আহত করে। তারা আমাদের দুজনকে প্রাণ নাশের হুমকিও দিয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার কোশাদক্ষ নজরুল ইসলাম জানান, আমি উপজেলার ক্রীড়া সংস্থার একজন কোশাদক্ষ হিসেবে একজন ক্রিকেটারের উপরে হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি হামলাকারীর দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য দিদার সোনারগাঁয়ের ক্রিড়াঙ্গনে একজন সফল ক্রিকেটার হিসেবে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জে ক্রিকেট খেলে তার প্রতিভার সাক্ষর রেখেছেন। ভারতেও ক্রিকেট খেলেছেন তিনি।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution