নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালের প্রয়াত বড় ছেলে সাফিন স্মৃতি এলএডি টেলিভিশন ডিগবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে আতশবাজির মাধ্যম্যে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে টুর্ণামেন্টটির উদ্ধোধনের করা হয়। টুর্ণামেন্টে টি উদ্ধোধন করেন আবু নাঈম ইকবাল। এসময় উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার সদস্য জানে আলম দিপু, সাংবাদিক আরিফ হোসেন, সাংবাদিক ফরিদ হোসেন, সাংবাদিক রবিউল হুসাইন, লেখক সেলিম রেজা, কবির হোসেন, মিন্টু মিয়াসহ আরো অনেকে। টুর্ণামেন্টে ২৪ দল অংশ গ্রহন করছে। দিবারাত্রি ম্যাচগুলি নকআউট পদ্ধতিতে হবে। উদ্ধোধনী ম্যাচে অংশ গ্রহন করেন ওর্জুদী ছোট দল বনাম হামছাদী মায়ের দোয়া একাদশ।