নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ রনি’র উদ্যোগে এমপিএল ক্রিকেট টুর্নামেন্টের সেমি ফাইনালের ২য় খেলায় মোগরাপাড়া ২নং ওয়ার্ডকে ১৭০ রানে পরাজিত করেছে মোগরাপাড়া ৩নং ওয়ার্ড।
এমপিএল খেলার সেমি ফাইনাল শনিবার ২য় খেলা মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারী বিদ্যায়তন মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্বান্ত নেয় মোগরাপাড়া ৩নং ওয়ার্ড। ৩নং ওয়ার্ড নিধার্রিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে। দলের সবোচ্চ ১০৩ রান করেন মো. জুয়েল।
মোগরাপাড়া ৩নং ওয়ার্ড এর দেয়া ২০৩ রান তাড়া করতে নেমে মোগরাপাড়া ২নং ওয়ার্ড সব কয়টি উইকেট হারিয়ে ৩৩ রান সংগ্রহ করে। খেলায় মোগরাপাড়া ৩নং ওয়ার্ড ১৭০ রানে মোগরাপাড়া ২নং ওয়ার্ডকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। মোগরাপাড়া ৩নং ওয়ার্ড এর পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট পান হাসান।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হোন হাসান। পরে খেলায় জয়ীদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আশ রুপন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এমপিএল ক্রিকেট খেলায় প্রতিদিনের ন্যায় আজও মাঠে চারপাশে বিপুল সংখ্যাক দর্শক খেলা উপভোগ করে। এ সময় দু,দলের সমর্থরা খেলোয়ারদের ভাল খেলতে উৎসাহ প্রদান দেন।