বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ষষ্ঠ আসরের জমজমাট আসর শুরু হবে আগামী ১ অক্টোরব।
বুধবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন।
বিপিএল নিয়ে পাপন বলেন, “বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে একটা প্রোপ্রোজাল এসছিল। সেটা সবাই সম্মতি দিয়েছে। আমরা ১ অক্টোবর থেকে মিড অব নভেম্বর পর্যন্ত ডেট ফাইনাল করেছি। ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডেট ছিল। আমরা চেষ্টা করবো ১ তারিখ থেকে শুরু করা যায় কিনা।”
এছাড়া বিপিএলে এবার প্রতি ম্যাচে চারজন করে ক্রিকেটার খেলার সুযোগ পাবে বলেও জানান পাপন। তবে বিপিএলে দল বাড়বে কিনা তা এখনো জানায়নি বিসিবি।
পাপন বলেন, “বিপিএলে দলগুলো চারজন রিটেইন করতে পারে। ফরেন বা লোকাল। ফ্রাঞ্চাইজি চারজন লোকাল কিংবা চারজন বিদেশি ক্রিকেটার রিটেইন করতে পারে। কম্বিনেশনেও করতে পারবে। পাঁচজন ফরেন ক্রিকেটার খেলেছিল শেষ বিপিএল। এবার চারজন খেলবে। ম্যাক্সিমাম চারজন।”