মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ির উপর ভেঙে পড়ল বিমান। এই দুর্ঘটনার ফলে নিহত হয়েছেন পাঁচজন। পুলিশের বক্তব্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবারের ওই দুর্ঘটনায় সঙ্গে সঙ্গেই মারা যান বিমানের চালক। মারা যান ওই অঞ্চলের আরও চারজন।
এই ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুই ইঞ্জিনবিশিষ্ট সেসেনা ৪১৪এ বিমানটিতে যাত্রাপথেই আগুন ধরে যায়। ক্যালিফোর্নিয়ার ইয়োরবা লিনডা অঞ্চলে ভেঙে পড়ে সেটি।
দুর্ঘটনার পরপরই পুলিশের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে। এই ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া পুলিশ।