• রাত ৩:০৬ মিনিট শুক্রবার
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সনাতন ধর্ম্বালমীদের খাদ্য সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা দুর্গাপুজা উপলক্ষে মান্নানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন পুজা মন্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা প্রদান সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক ১ মাহমুদুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন চাঁদাবাজদের কড়া হুসেয়ারী দিলেন বিএনপি নেতা আতাউর রহমান রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মোল্লা বাদশার বিদাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৫০  সোনারগাঁয়ে শিক্ষা কর্মকর্তার দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে সংবর্ধনা বর্জনের ঘোষনা শিক্ষকদের সোনারগাঁয়ে ইউপি সদস্য গ্রেপ্তার সামাজিক সংগঠন “সোনারগাঁ নাগরিক সমাজ” এর পথচলা শুরু সংস্কারপন্থী ও লুটেরাদের জায়গা সোনারগাঁয়ে হবে না : মান্নান জামিনে মুক্ত হলেন সোনারগাঁ থানা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া সুতা ভর্তি কন্টেইনাল সোনারগাঁয়ে উদ্ধার সোনারগাঁয়ে ইউপিতে যারা প্যানেল চেয়ারম্যান হলেন চেয়ারম্যানদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক সেনা বাহিনীর হাতে থানা বিএনপি যুগ্ন-সম্পাদক আটক ছাত্র সমন্বয়কদের গনিত অলিম্পিয়াড সেজন-১ পুরস্কার বিতরন
মুরগি, মাছ, খাসি নয়, বেশি করে গোমাংস খান’, পরামর্শ BJP মন্ত্রীর

মুরগি, মাছ, খাসি নয়, বেশি করে গোমাংস খান’, পরামর্শ BJP মন্ত্রীর

Logo


মুরগি বা খাসির মাংস নয়, বেশি করে গোমাংস খাওয়ার পরামর্শ দিলেন মেঘালয়ের BJP মন্ত্রী সানবোর শুল্লাই। BJP যে কোনওভাবেই গোমাংস খাওয়ার বিরোধী নয়, এই বক্তব্যের মধ্য দিয়ে সেই কথায় প্রমাণ করতে চাইলেন তিনি।

গত সপ্তাহেই মেঘালয়ের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সানবোর। এরপরেই তিনি জানিয়েছেন, গণতান্ত্রিক দেশে যাঁর যা ইচ্ছা তিনি তা খেতে পারেন। এখানেই শেষ নয়, সানবোর শুল্লাই বলেন, ‘আমি মানুষজনকে মাছ, মুরগি বা খাসি খাওয়ার থেকে বেশি করে বিফ খাওয়ার পরামর্শ দিচ্ছি। কারণ আমি চাই BJP ক্ষমতায় এলে গোমাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে এই ধারনা ভুল প্রমাণিত হোক।’ তিনি আরও বলেন, ‘মেঘালয়ে যাতে গোরু আমদানী করতে কোনও অসুবিধা না হয় সেজন্য আমি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা বলব।’ খবর এই সময়:

সানবোর শুল্লাই এদিন আসামকে কড়া বার্তাদিয়ে জানান, যদি আসাম বর্ডার এলাকার মানুষদের এভাবেই অপদস্ত করতে থাকে তাহলে এখন আর শুধু বসে চা খাওয়ার সময় নেই। আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি আসামে গোরক্ষা বিল পাশ হয়েছে। ফলে আসাম থেকে গোরু আমদানী বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছিল। এদিকে, দুই রাজ্যের সীমানায় সংঘর্ষের ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ( Himanta Biswa Sarma) বিরুদ্ধে পদক্ষেপ করেছে মিজোরাম পুলিশ (Mizoram Police)। অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষের ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে খুনের চেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করেছে মিজোরাম পুলিশ। হিমন্ত বিশ্বশর্মার পাশাপাশি অসমের চার শীর্ষ পুলিশ আধিকারিক, দুই আমলা ও অসম পুলিশের ২০০ জন পুলিশকর্মীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, অসম ও মিজোরামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৫০ জন। অসম ও মিজোরাম পুলিশের মধ্যে গুলিবর্ষণে মৃত্যু হয়েছে এক পুলিশ সুপারেরও। দুই রাজ্যের সীমানায় সংঘর্ষের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।


Logo