রক্তাক্ত শ্রীলঙ্কা। তিনটি গির্জা আর একাধিক বিলাসবহুল হোটেলে ধারাবাহিক বোমা বিস্ফোরণে কেঁপে কেঁপে উঠছে পুরো শ্রীলঙ্কা। সে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত মানুষের সংখ্যা। ১৮৫ পেরিয়ে গেছে নিহতের সংখ্যা। ৫০০’রও বেশি মানুষ আহত। সন্ত্রাসী হামলায় বার বার কেঁপে উঠছে দ্বীপরাষ্ট্রটি। এখনও পর্যন্ত ৮বার বিস্ফোরণের ঘটনা ঘটেছে দেশটিতে।
ইস্টার সানডের প্রার্থনা চলাকালীন সময়কেই বেছে নিয়েছে বর্বর হামলাকারীরা। আজ সকালে এমন মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
শ্রীলঙ্কায় এমন জঙ্গি এবং বর্বর হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সারা বিশ্বজুড়ে। পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনও। প্রতিবেশী রাষ্ট্রটিতে বিস্ফোরণের ঘটনায় শোকে মুহ্যমান হয়ে পড়েছে শ্রীলঙ্কার ক্রিকেটাঙ্গন। সাবেক অধিনায়ক এবং লঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারা তো টুইটারেই নিজের চোখের পানি ঢেলে দিচ্ছেন যেন।
I am shocked and saddened by these despicable acts of barbarism.
My heart breaks for the victims and all of you are in my thoughts and prayers. I would like to extend my love and… https://t.co/BkZWiXDz2e
— Kumar Sangakkara (@KumarSanga2) April 21, 2019
শ্রীলঙ্কার রক্তাক্ত ঘটনায় সমব্যাথি বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল। তিনি লিখেছেন, ‘শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার খবর শুনে নিজেকে অসাড় মনে হচ্ছিল। এ ধরনের পাশবিক এবং বর্বর ঘটনার কোনো ঠাঁই এই পৃথিবীতে হতে পারে না। এমনকি এগুলো কোনোভাবেই আমাদের চিন্তা এবং মানবিকতায় ঠাঁই নিতে পারে না।’
It has left me numb after hearing of so many deaths due to bomb blasts in various parts of Sri Lanka. Such brutal acts has no place in this world, and will not replace our sense of love and humanity.#PrayforSriLanka
— Tamim Iqbal Khan (@TamimOfficial28) April 21, 2019
শ্রীলঙ্কায় রক্তাক্ত এই হামলায় শোক প্রকাশ করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার ডেপুটি রোহিত শর্মা, সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন থেকে শুরু করে টেনিস তারকা সানিয়া মির্জাও।
শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনায় টুইটারে শোকপ্রকাশ করে ভারত অধিনায়ক বিরাট কোহলি লেখেন, ‘শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনায় আমরা আতঙ্কিত। মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’