• রাত ১:৫৯ মিনিট শুক্রবার
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সনাতন ধর্ম্বালমীদের খাদ্য সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা দুর্গাপুজা উপলক্ষে মান্নানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন পুজা মন্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা প্রদান সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক ১ মাহমুদুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন চাঁদাবাজদের কড়া হুসেয়ারী দিলেন বিএনপি নেতা আতাউর রহমান রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মোল্লা বাদশার বিদাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৫০  সোনারগাঁয়ে শিক্ষা কর্মকর্তার দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে সংবর্ধনা বর্জনের ঘোষনা শিক্ষকদের সোনারগাঁয়ে ইউপি সদস্য গ্রেপ্তার সামাজিক সংগঠন “সোনারগাঁ নাগরিক সমাজ” এর পথচলা শুরু সংস্কারপন্থী ও লুটেরাদের জায়গা সোনারগাঁয়ে হবে না : মান্নান জামিনে মুক্ত হলেন সোনারগাঁ থানা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া সুতা ভর্তি কন্টেইনাল সোনারগাঁয়ে উদ্ধার সোনারগাঁয়ে ইউপিতে যারা প্যানেল চেয়ারম্যান হলেন চেয়ারম্যানদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক সেনা বাহিনীর হাতে থানা বিএনপি যুগ্ন-সম্পাদক আটক ছাত্র সমন্বয়কদের গনিত অলিম্পিয়াড সেজন-১ পুরস্কার বিতরন
হিন্দু দেবতাদের অপমান করে কাঠগড়ায় অ্যামাজন, শিবকে ‘কন্ডোম পরিয়ে’ বিতর্কে অভিনেত্রী

হিন্দু দেবতাদের অপমান করে কাঠগড়ায় অ্যামাজন, শিবকে ‘কন্ডোম পরিয়ে’ বিতর্কে অভিনেত্রী

Logo


হিন্দুদের দেবতা শিবকে অপমান করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার আলাদা দুটি ঘটনায় ভারতে অভিযুক্ত হয়েছেন ওয়েব সিরিজ ‘তান্ডবে’র নির্মাতারা এবং কলকাতার অভিনেত্রী সায়নী ঘোষ।

পরিচালক আলি আব্বাস জাফর অ্যামাজন প্রাইমের জন্য ‘তান্ডব’ নামে যে ওয়েব সিরিজটি বানিয়েছেন সেখানে হিন্দু দেবদেবীদের পোশাকে অভিনেতারা কদর্য ভাষায় কথাবার্তা বলেছেন – এই অভিযোগে লখনৌর হজরতগঞ্জ পুলিশ স্টেশনে একটি এফআইআর বা প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা শলভ মণি ত্রিপাঠী সেই এফআইআরের একটি প্রতিলিপি টুইট করে জানিয়েছেন, তান্ডবের অভিযুক্ত পরিচালক ও অভিনেতাদের গ্রেপ্তার করতে রাজ্য পুলিশ মুম্বাইয়ের পথে রওনাও হয়ে গেছে।

ওদিকে, পশ্চিমবঙ্গে বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় ভিন্ন একটি এফআইআরে অভিযোগ এনেছেন, কলকাতার অভিনেত্রী সায়নী ঘোষের একটি টুইট একজন ‘একনিষ্ঠ শিবভক্ত’ হিসেবে তাঁর ধর্মীয় বিশ্বাসে চরম আঘাত হেনেছে।

দু’হাজার পনের সালে করা অভিনেত্রী সায়নী ঘোষের ওই টুইটে দেখা যাচ্ছে একটি শিবলিঙ্গের ছবি, যাতে কন্ডোম পরাচ্ছেন এক মহিলা।

ছবিটি থেকে বোঝা যাচ্ছে, ওই মহিলাকে এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গ্রাফিকের ভিতরে লেখা, ‘বুলাদির শিবরাত্রি’। পোস্টের ক্যাপশনে ছিল, ‘এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর’।

এদিকে পুরনো সেই টুইট নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর সায়নী ঘোষ দাবি করেছেন, তাঁর অজান্তেই এই ‘কদর্য’ টুইট-টি তাঁর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল – এবং তিনি জানতে পারামাত্র সেটি ডিলিট করে দিয়েছিলেন।

‘তান্ডব’ নিয়ে তান্ডব

ভারতে অ্যামাজন প্রাইমের নতুন ওয়েব সিরিজ তান্ডবের নির্মাতা ও অভিনেতাদের বিরুদ্ধে এখন যে কোনও মুহুর্তে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে।

এই সিরিজের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আহত করা হয়েছে, এই অভিযোগ মুম্বাই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা ও বিধায়ক রাম কদম।

তাঁর সেই পদক্ষেপের পর কেন্দ্রীয় তথ্য মন্ত্রণালয় অ্যামাজন প্রাইমের কাছে জবাবদিহিও তলব করে।

এরপর লখনৌতে হজরতগঞ্জ পুলিশ থানায় কর্মরত একজন সাব-ইনস্পেক্টর ‘তান্ডবে’র বিরুদ্ধে এফআইআর করেন সেই থানাতেই, এদিন সকালে যার প্রতিলিপি টুইট করেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথের একজন ঘনিষ্ঠ সহযোগী।

মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা শলভ মণি ত্রিপাঠী সেই সঙ্গেই লেখেন, “মানুষের অনুভূতি নিয়ে খেললে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে তা কিছুতেই সহ্য করা হবে না।”

“টিম তান্ডবের বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ আনা হয়েছে, কারণ তারা শস্তা ওয়েব সিরিজের নামে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে। গ্রেপ্তারের জন্য তৈরি হোন!”

কয়েক ঘন্টা পরেই সোমবার আর একটি টুইটে তিনি অভিযুক্ত হিসেবে তান্ডবের পরিচালক আলি আব্বাস জাফর, প্রযোজক হিমাংশু মেহরা, লেখক গৌরব সোলাঙ্কি ও অভিনেতা সাইফ আলি খানের নাম করেন।

অভিযুক্তদের গ্রেপ্তার করতে উত্তরপ্রদেশ পুলিশের একটি দল সড়কপথে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানা গেছে। সুত্র বিবিসি


Logo