নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আরাফাত হত্যার বিচার দাবিতে বন্দর উপজেলা মদনপুর বাসষ্ট্যান্ডে শনিবার বিকেলে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যার গাজী এম এ সালামের উদ্যোগে এলাকাবাসীকেে নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন।
জানা যায় বন্দর উপজেলা লাউসার এলাকার সাবেক মেম্বার রফিকুল ইসলাম মনা এর ছেলে ৫ ম শ্রেণীর ছাত্র আরাফাত নিখোজের ৩ দিন পর তার রকাক্ত লাশ উদ্ধার করে।
পুলিশ তার স্বজনরা জানায় ১৫ ডিসেম্বর রাতে নিখোঁজের পর শুক্রবার সকালে মনা মেম্বারের বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশু আরাফাতের লাশ উদ্ধার করে পুলিশ তার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে শনিবার বিকেলে মানববন্ধন করে এলাকার শত শত নারী পুরুষ।
উক্ত মানববন্ধনে চেয়ারম্যান এস এম গাজী সালাম তার বক্তব্যে বলেন যারা এ এ হত্যার সাথে জড়িত তাদের অতি শ্রীগই আইনের আওতায় এনে সবোচ্ছ শাস্তির ব্যবস্থা করা হবে ও আইন প্রশাশনের হস্ত খেপ কামনা করেন ও আমরা চাই শিশু আরাফাতের হত্যাকারীদের মৃত্যুদন্ধ দেওয়া হক,