নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ রাজধানীর নিকেতন থেকে নারায়ণগঞ্জের এস এম গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীমকে একাধিক দেহরক্ষীসহ আটক করেছে র্যাব।শুক্রবার দুপুরে নিকেতনে শামীমের ব্যাবসায়ীক কার্যালয়ে অভিযান চালিয়ে ৬ দেহরক্ষীসহ তাকে আটক করা হয়।
পরে তাকে নিয়ে তার ব্যবসায়িক কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান অর্থ, অস্ত্র ও বিদেশি মদ জব্দ করা হয়। এদিকে জিকে শামীমের সহসভাপতি পদ নিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর আসে। সংশয় দূর করতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই দপ্তর সম্পদ এমরাসেলের মাধ্যমে একটি প্রেস বিজ্ঞতিতেে জানানোো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সকল কর্মসূচি নিষ্ঠার সহিত পালন করে যাচ্ছে।
জঙ্গি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের আইন শৃঙ্খলা বাহিনী যে অভিযান শুরু করেছে, আমরা নারায়ণগঞ্জের জেরা আওয়ামী লীগ এই অভিযানকে স্বাগত জানাই।
অদ্য ২০ সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সন্তান বিতর্কিত ব্যবসায়ী জিকে শামীমকে র্যাব গ্রেফতার করে। জিকে শামীম গ্রেফতারের পর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলা হয় সে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।
এই অসত্য সংবাদ পরিবেশন করা তেকে সকল টেলিভিশন চ্যানেলগুলোকে বিরত থাকার জন্য অনুরোধ করছি এবং সাথে সাথে আমরা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দৃঢ়তার সাথে বলছি জিকে শামীম আমাদের নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটিতে কোন পদ নাই।