নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের মুক্তারপুরে লঞ্চে ডাকাতদের শটগানের গুলিতে ৪ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।
১১ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো . জিয়াউর রহমান (৪০), মো. আব্বাস (৫০), মো. সাইদুর রহমান (৪০), মো . শফিকুল ইসলাম (২৮) ।
আহত শফিকুল ইসলাম জানান, ধর্মগঞ্জ থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে মুক্তারপুরে লঞ্চটি ডাকাত দলের কবলে পড়ে । ডাকাতরা লঞ্চে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো, বাচ্চু মিয়া জানান, লঞ্চে ডাকাতদের শটগানের গুলিতে আহত চারজন জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।