নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছেন মোট ৮৪৯ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর সূত্রে এই তথ্য জানা যায়। এর আগে গতকাল আইইডিসিআর সূত্রে এই আক্রান্তের সংখ্যা ছিল ৬৯৯ জন।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ২৪২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬০ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩০ জন।