সদর উপজেলার কুঁড়েরপার এলাকার ২২ বছর বয়সী এই তরুণ এখন বলছেন, ‘গরুর ঘাস কাটার কষ্ট সইতে না পেরে’ শৈশবে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন তিনি।
রুবেল নামের ওই তরুণ কুঁড়েরপার এলাকার জানু মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়ি ফিরে এলে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
সদর থানার ওসি শাহ জামান বলেন, শিশু রুবেলকে অপহরণের অভিযোগে তার মা রাহিমা বেগম ২০০৭ সালের ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের আদালতে একটি মামলা করেন। স্থানীয় ১৯ জনকে সেখানে আসামি করা হয়।