ড. দীপু মনি বলেছেন, ‘নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী জেলা। আওয়ামীলীগের জন্ম থেকে গুরুত্ব ভূমিকা পালন করেছে যে কোন রাজনৈতিক সংগ্রম, আন্দোলন ও দাবি আদায়ে। আপনারা সেই সব উত্তরসরীদের প্রজন্ম। নারায়ণগঞ্জে নৌকাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী দল হিসাবে দেখতে চাই। আর তার সুযোগ আসছে সামনে। আপনারা বলেছেন নারায়ণগঞ্জে ৫টি আসনে নৌকা দেখতে চান। তিনি আরো বলেন, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলের উদ্দেশ্যে নৌকার বিজয় দেখতে পাওয়া। প্রতিটি আসনে নৌকাকে জয়যুক্ত করতে হবে। যদি বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ভালোবাসেন তাহলে অবশ্যই নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে।’
৩০ জুলাই রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দুই নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদস্য সংগ্রহ কার্য্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর, সংরক্ষিত নারী আসনের এমপি হোসনে আরা বেগম বাবলী, জেলা আওয়ামী লীগের সেক্রেটারী আবু হাসনাত শহীদ বাদল, কেন্দ্রীয় নেতা মমতাজ হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ সামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম প্রমুখ।