নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হবার উপসর্গে বোনের পর ভাই হুমায়ুন আহমেদ (৬০) নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে (খানপুর ৩শ শয্যা হাসপাতাল) মারা গেছেন। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে লাশ নিতে অনীহা থাকায় স্থানীয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ লাশ দাফনে এগিয়ে এসেছেন। পরিবারের পক্ষ থেকে তাকে বার বার অনুরোধ করা হলে তিনি এগিয়ে আসেন। তবে এসময় পরিবারের পক্ষ থেকে কেউ থাকবেন না বলে জানানো হয়। কেউ লাশ গ্রহণে রাজী নন, দাফনেও এগিয়ে আসবেন না।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে আমলাপাড়া কে বি সাহা রোডে বোন সিগমা বেগমের মৃত্যুর ৫ দিন পর মারা গেলেন ভাই। ১৫ এপ্রিল তার বোনও করোনা আক্রান্তের উপসর্গ নিয়ে মারা যান। এদের দুজনই করোনার উপসর্গ নিয়ে মারা যান। তবে এদের কারোই করোনা আক্রান্ত হবার পরীক্ষা করা হয়নি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, ১৫ এপ্রিল পরিবারের ফোন পেয়ে আমরা ঐ নারীর দাফন করেছিলাম। আজ তার ভাইয়ের মৃত্যুর খবর দিয়ে দাফনের জন্য অনুরোধ করা হচ্ছে। পরিবারের কেউ লাশ নিতে বা দাফনে এগিয়ে আসতে রাজী নন।
তিনি জানান, এদের দুজনেরই করোনা ভাইরাসের উপসর্গ ছিল। আজ একজন করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সুত্র : নারায়নগঞ্জ