নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বড়ইপাড়া এলাকায় দুবাই প্রবাসী পারভেজকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং এর সদস্যরা। আহত পারভেজকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কসপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাদি হয়ে আহত প্রবাসীর ছোট ভাই বাদি হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আহত পারভেজের ছোট ভাই পাভেল জানান, বন্দর উপজেলার বড়াইপাড়া গ্রামের ইউসুফের ছেলে রুহিত ও রোহান এর নেতৃত্বে বড়াইপাড়া এলাকায় একটি কিশোর গ্যাং তৈরী করে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিল। কিছুদিন আগে দুবাই প্রবাসী পারভেজ তাদের মাদক সেবন ও বিক্রিতে বাঁধা প্রদান করে। এর জের ধরে গত রবিবার সন্ধ্যায় পারভেজকে একা পেয়ে রুহিত, রোহান এর নেতৃত্বে সিহাব, তুহিন ও মোশারফসহ ১০/১২ জনের একটি কিশোর গ্যাংনের সদস্যরা তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় পারভেজের ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত পারভেজকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্নে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত পারভেজের ছোট ভাই পাভেল বাদি হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।