নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ পঞ্চম উপজেলা নির্বাচনের শেষ ধাপে বন্দরে চলছে নির্বাচন৷ মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত৷ তবে ভোটারের উপস্থিতিতে নেই বললেই চলে৷ ভোটকেন্দ্র ফাঁকা, কোন ভোটার নেই৷
দুপুর ২টা৷ সরেজমিনে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন করে দেখা যায়, ভোটকেন্দ্রে কোন ভোটার নেই৷ পুরো কেন্দ্র ফাঁকা৷ অলস সময় পার করছেন নির্বাচন কর্মকর্তারা ও প্রার্থীর এজেন্টরা৷ এই কেন্দ্রে ২৭৪৪ ভোটারের মধ্যে মাত্র ভোট পড়েছে মাত্র ২০৩টি৷
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান খান জানান, দুপুরের পরে আরো কিছু ভোটার আসতে পারে৷ শান্তিপূর্ণভাবেই ভোট চলছে৷
লাঙ্গলবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, এই কেন্দ্রে মোট ২০৯৬ ভোটারের ১৬৯টি ভোট পড়েছে৷
ভোটার কম পড়ার বিষয়ে তিনি বলেন, ভোটাররা কেন আসতেছে না সেটা ভোটাররাই বলতে পারেন৷
এদিকে কেন্দ্র দুটি পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ৷