আন্তর্জাতিক বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অনুষ্ঠান পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জাতীয়ভাবে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় নারায়ণগঞ্জের হামিদা আক্তার পুরস্কৃত হয়েছেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমের কাছ থেকে উক্ত পুরস্কার গ্রহন করেন। নারায়ণগঞ্জের গর্ব জাতীয় পুরস্কারপ্রাপ্ত হামিদা আক্তার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমানের কন্যা। তিনি গত বছরও জাতীয়ভাবে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় এই পদক পেয়েছিলেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত হামিদা আক্তার কাশিপুর ইউনিয়নে পরিবার কল্যান সহকারী হিসেবে কর্মরত। তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়ে আনন্দের সাথে বলেন, আমার এই প্রাপ্তি নারায়ণগঞ্জবাসীর জন্য উৎস্বর্গ করলাম।