নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছোটভাইকে ছাড়াতে গিয়ে মুক্তিপণ নিয়ে গিয়ে অপহরণকারীদের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এমন অভিযোগে গত শনিবার থানায় মামলা দায়ের করলে উপজেলার শান্তিনগর এলাকা থেকে পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে বলে জানান রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা।
রোববার তাদের দু’জনকে আদালতে পাঠানো হয় বলেও জানায় পুলিশ৷
গ্রেপ্তার আসামিরা হলেন- উপজেলার তারাবো পৌরসভার শান্তিনগর এলাকার মোয়াজ্জেম সাউদের ছেলে মো. সাগর (২০) ও মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার দুলাল মিয়ার ছেলে মাছুম মিয়া (২১)।
রাজধানী ঢাকায় অবস্থিত সেলিম ওসমানের বাস ভবনে শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে সৌজন্য সাক্ষাত শেষে কুশল বিনিময় করেন।
মামলার এজাহারে বাদী বলেন, ওই নারীর ছোটভাই (২০) একজন পিকআপ ভ্যান চালক। শুক্রবার দিবাগত রাত একটার দিকে নরসিংদী থেকে ফেরার পথে তুষার, সাগর ও মাছুম নামে তিন যুবক তাকে আটকে রূপগঞ্জের তারাব পৌরসভার শান্তিনগর এলাকায় নিয়ে যায়৷ পরে অপহরণকারীরা ওই নারীকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। রাত সাড়ে তিনটার দিকে ওই নারী ২০ হাজার টাকা নিয়ে তার ভাইকে বালুরমাঠ এলাকায় ছাড়াতে যান। এ সময় ওই নারীকে বালুর মাঠের পাশের একটি বাড়িতে ডেকে নিয়ে অজ্ঞাত আরও ৩-৪ জন মিলে মারধর করে নগদ বিশ হাজার টাকা ও তার কানের দুল ছিনিয়ে নেয়। পরে তাদের মধ্যে তিনজন তাকে পালাক্রমে ধর্ষণ করে৷
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ গ্রেপ্তার দুই গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে৷ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’