নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মীরেরটেক বাজারের মুদি দোকানি বিল্লাল হত্যায় গ্রেফতার মনির হোসেন নামের এক ব্যক্তিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
৩রা মার্চ বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহার বিথীর আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ওই আদেশ দেন। রিমান্ডকৃত ব্যক্তি মনির হোসেন (৪২) ঢাকা জেলার উত্তর জয়পাড়া এলাকার মে . আবুল হোসেনের ছেলে।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ৩ মার্চ আসামিকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিথীর আদালত শুনানী শেষে তিনদিন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১ মার্চ জামপুরের মীরেরটেকে রাত ৮ টার দিকে বিল্লাল হোসেন তার মুদি দোকান বন্ধ করে বাড়িতে রওনা হন। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন মোবাইল ফোনে কল দিলেও কেউ তা রিসিভ করেননি। পরে সোমবার সকালে তার ছেলে ফয়সাল হোসেন বাড়ির পেছনের ঝোঁপে বাবার মস্তকহীন লাশ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি ও এর আশপাশ ক্রাইম সিনের সদস্যদের জন্য নিরাপত্তা বেষ্টনি দিয়ে রাখেন। পরে দুপুরে ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।