পিসি গেমারদের সাধ পূরণে দুটি গেমিং কি-বোর্ড দেশের বাজারে অবমুক্ত করেছে টেক-রিপাবলিক। প্রোলিংক ভেলিফার (পিকেজিএম ৯১০১) ও এগ্রিগাস (পিকেজিএম ৯৩০১) সিরিজের মাল্টিমিডিয়া কি-বোর্ড দুটিতে রয়েছে ১৯টি বিশেষ কি এবং ৭টি ভিন্ন রঙের এলইডি ব্যাকলিট কালার অপশন। ফলে গেমার ১০টি পর্যন্ত বাটন নিরবচ্ছিন্নভাবে প্রেস ও রেজিস্টার করতে পারবেন। একইসঙ্গে কালার অপশন থেকে তার পছন্দের ক্যারেক্টর ও মুড বদলে নিতে পারবেন।
খেলোয়াড় প্রয়োজনে বিদ্যমান স্ট্যান্ডার্ড ও ফাস্ট গতি থেকে কি-বোর্ডের ইনপুট গতিকে নির্বাচন করতে পারবেন। উইন্ডোজ লক কি ব্যবহার করে অপ্রত্যাশিত বাধা মোকাবেলাও করতে পারবেন।
প্রোলিংক ভেলিফার (পিকেজিএম ৯১০১) -এর দাম দুই হাজার ৯০০ টাকা এবং এগ্রিগাস (পিকেজিএম ৯৩০১) -এর দাম তিন হাজার ২৫০ টাকা।
সুত্র: বাংলা ট্রিবিউন