নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলা মীরেরটেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মোঃ সাদেক হোসেন নামের এক লেগুনা হেলপার গত শনিবার রাতে বাদী হয়ে এ অভিযোগটি দায়ের করে।
অভিযোগে লেগুনা হেলপার মোঃ সাদেক হোসেন তার অভিযোগে উল্লেখ করেন, তিনি একটি লেগুনা গাড়ীর হেলপার। গত ২৯ জুন সকাল ১০টার সময় মোগরাপাড়া চেšরাস্তা এলাকায় পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান একটি লেগুনা দেখে ড্রাইভারকে গাড়ী থামাতে বলে। এসময় লেগুনা চালক লেগুনাটিকে রাস্তায় থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় আমি লেগুনা থেকে নেমে পুলিশের কাছে আসলে এসআই মনিরুজ্জামান আমাকে মারধর করে আমার সাথে থাকা ৫ শত টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, এসআই মনিরুজ্জামানের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।