নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদ রহমান ও জামপুর তালতলা তদন্ত ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহকে বদলি করা হয়েছে।
তবিদ রহমানকে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ি ফাঁড়িতে ও আহসানউল্লাহকে নারায়নগঞ্জ জেলা পুলিশে বদলি করা হয়েেছ।
নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ (অঞ্চল) শেখ বিল্লাল হোসেন নিউজ সোনারগাঁ’কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, জনস্বার্থে নিয়মিত বদলীর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের অন্যত্র পাঠানো হয়েছে।