নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বন্দরে ৫ বোতল ফেন্সিডিলসহ আলামিন (৩০) নামে সোনারগাঁয়ের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত মাদক কারবারি আলামিন সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের চেংগাইন এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
ধৃতকে বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত বুধবার (২০ মার্চ) রাতে বন্দর উপজেলার মদনপুর ফুটওভার ব্রীজের নিচে পাঁকা রাস্তার উপর থেকে উল্লেখিত মাদকদ্রব্যসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের উপ – পরিদর্শক আসাদুজ্জামান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-৩১(৩)২৪। ডিবি অফিস সূত্রে জানাগেছে, ধৃত মাদক ব্যবসায়ী আলামিন দীর্ঘ দিন ধরে সোনারগাঁ ও বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে ফেন্সিডিল ব্যবসা চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ ফুটওভার ব্রীজের নিচে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।