নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে নির্বাচনী সহিংসতায় নিহত হৃদয় হত্যার ঘটনায় পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য আ: আজিজ সরকারকে প্রধান আসামী করে ২১জনের নাম উল্লেখ করে আরো কয়েকজন অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের বড় ভাই ইকবাল বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেছেন।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।