নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার প্রেম বাজার থেকে শাহজালাল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মাদক ব্যবসায়ী শাহজালাল উপজেলার সনমান্দি ইউনিয়নের সনমান্দি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। সে এলাকায় দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিল। অভিযানের সময় সনমান্দি এলাকার মৃত হাসেমের ছেলে ইমানুদ্দিন পালিয়ে যায়।
থানা পুুলিশ জানায়, সোনারগাঁ থানা পুুলিশের এসআই সলিমুল হক ও এসআই আশিক ইমরান তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে সোনারগাঁয়ের প্রেমের বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহজালালকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় এসআই সলিমুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।