নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো মোগরাপাড়া ইউপির গ্রোহাট্টা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ঝেলে জাকির হোসেন (৩৫), কাঁচপুর সেনপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে শাহজালাল (২০) ও দড়িবাউশিয়া এলাকার মোঃ ফারুক মিয়ার ছেলে জাকির হোসেন (২৪) ও বৈদ্যেরবাজার ইউপির উলুকান্দি মৃত আদৃু মিয়ার ছেলে বাবুল (২০)।
সোনারগাঁ থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউপির গ্রোহাট্টা গ্রাম থেকে জাকির হোসেনকে ৫৫ পিছ, কাঁচপুর সেনপাড়া এলাকা থেকে শাহজালালকে ৫৫ পিছ ইয়াবাসহ আটক করে পুলিশ। অপরদিকে, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার শাহাবুদ্দিন শপিং কমপ্লেক্স মসজিদের সিড়ি থেকে ৩৫ পিছ ফেনসিডিলসহ জাকির হোসেন ও বাবুলকে আটক করছে র্যাব-১১। তাদের আটকের ঘটনায় শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।