নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ আলমগীর ও কামাল নামের দুই ব্যক্তিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাদের এশিয়ান হাইওয়ে উপজেলা জামপুর ইউনিয়নের বস্তল বিল্লাল সিএনজি পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের দেহ তল্লাসী করে ৩ বোতল ফেনসিডিল ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত আলমগীর হোসেন (৩৫) জামপুর ইউনিয়নের কলতাপাড়া শহিদুল্লাহ ছেলে ও কামাল হোসেন (৪০) একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।