নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে একটি বাড়ীতে তল্লাসী চালিয়ে একটি ইয়ারগান, দুটি চোরা ও ২০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল রাতে কাঁচপুর মঞ্জুর খোলা এলাকার জিয়াদ খাঁনের বাড়ির ২য় তলা থেকে এগুলো উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার এসআই আবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে উপজেলার কাঁচপুর ইউপির মঞ্জুর খোলা এলাকার জিয়াদ খাঁনের বাড়িতে অভিযান চালাই। এসময় জিয়াদ খাঁন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তার বাড়ির ২য় তলায় তল্লাসী চালিয়ে ১টি ইয়ারগান, ২টি ছোরা ও ২০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিয়াদ খানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।