নিউজ সোনারগাঁ টোয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় বারদী ইউনিয়নে মিশ্রীপাড়া গ্রামে বাংলাদেশ ব্যুরো এনজিও’র কর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ ব্যুরো এনজিও’ আঞ্চলিক ম্যানেজার শামীম মিয়া বাদি হয়ে গতকাল রবিবার রাতে তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, গতকাল বারদী ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামে বাংলাদেশ ব্যুরো এনজি’র ফিল্ডকর্মী সাজেদুল ইসলাম ঋণের কিস্তি তুলতে সিরাজুল ইসলামের বাড়িতে যান। সেখানে হান্নান নামের এক ব্যক্তির স্ত্রী’র কাছ থেকে ৫০ হাজার টাকার ঋণের কিস্তির কিছু টাকা আদায় করার কথা ছিল। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে কে বা কাহারা এনজিও কর্মী সাজেদুল ইসলামকে সিরাজুল ইসলামের টিনের ঘরের একটি কক্ষে গলা কেটে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করে। এ ঘটনায় বাংলাদেশ ব্যুরো’র বারদী ইউনিয়নের আঞ্চলিক মানেজার শামীম মিয়া বাদি হয়ে হান্নানকে প্রধান আসামী করে হান্নানের স্ত্রী ও ছেলেকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
তিনি আরো জানান, আসামীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।