নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলার কচুপাতা রেস্তোরার পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে কচুপাতার রেস্তোরার পেছনে অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবা সহ ইয়াছিন মিয়া ও পলাশ চন্দ্র সরকারকে আটক করা হয়। আটককৃত ইয়াছিন মিয়া উপজেলার হাবিবপুর গ্রামের শাহ আলমের বাড়ীর ভাড়াটিয়া ও ইন্নত আলীর ছেলে এবং পলাশ চন্দ্র সরকার কুমিল্লার দাউদকান্দি উপজেলার শতান্দী এলাকার মৃত সিদ্বেশ্বর চন্দ্র সরকার। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।