নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাছে ব্যবহৃত রামদা ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
গতকাল (১৫ জুলাই) সোমবার রাতে তাদের উপজেলার পিরোজপুর ইউপির সামনে একটি ঝোপ থেকে আটক করা হয়েছে।
আটককৃত ডাকাতরা হলো গজারিয়া থানার লক্ষীপুর গ্রামের ইসমাইলের ছেলে আল-আমিন(২৬), চরচাষী গ্রামের সাত্তারের ছেলে জুয়েল(২৯) ও একই গ্রামের পারভেজের ছেলে শান্ত(২১) এবং বন্দর থানার মদনগঞ্জ গ্রামের মিজানের ছেলে তুহিন(২১)।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম সহাসড়কের পিরোজপুর ইউপি কার্যালয়ের সামনে থেকে মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে আল-আমিন, জুয়েল, শান্ত ও তুহিনকে আটক করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত রামদা ও চাপাটি উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।