নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত টাওয়ার সুমন নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধে মজিদ নামে আরও এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত হয়েছেন সোনারগাঁ থানার ওসি সহ ৪ পুলিশ সদস্য।
মঙ্গলবার ভোরে উপজেলার বারদী ইউনিয়নের শান্তির বাজার এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত ডাকাত টাওয়ার সেলিম আড়াইহাজার উপজেলার আতাদী গ্রামের মৃত আব্দুর বাতেনের ছেলে ও গ্রেপ্তারকৃত মজিদ একই উপজেলার বাসিন্দা।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় ১০/১২ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন একটি সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। তখন আমি অভিযানে উপস্থিত হয়ে অভিযানে নেতৃত্ব দেয়ার সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন পুলিশ পাল্টা গুলি ছুড়লে পুলিশের গুলিতে টাওয়ার সুমন নামে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে সোনারগাঁসহ বিভিন্ন থানায় ১০/১২ টি মামলা রয়েছে।