নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এসময় ডাকাতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ট গুলি, ৬টি তাজা বোমা ও দেশীয় অন্ত্রসহ অন্যান্য সরজ্ঞামাদী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রেফতারকৃত ডাকাত মোঃ শের আলী (২৪) জেলার আড়াইহাজার উপজেলার মরদাসাদী গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে, একই উপজেলার ঝালাকান্দি গ্রামের রফিকুলের ছেলে রহিম (১৯) , জোগারদিয়া গ্রামের মৃত জামালের ছেলে সজীব (১৮), গাজীপুরা গ্রামের মৃত হান্নানের ছেলে কাউছার (১৯), জোগারদিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে কাওছার (২০) ও মরদাসাদী গ্রামের মাঈন উদ্দিনের ছেলে ফালান(১৮)।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিএিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের এসআই আব্দুল হক সিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে গত রবিবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পেকির চর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলি সহ একটি বিদেশী পিস্তল, ৬ টি তাজা হাতবোমা, দুই ফুট লম্বা একটি লোহার তৈরি কাওয়াল, ২ টি ছোড়া, ১টি হেক্সো ব্লেড, একটি কাঁটার ও ২ টি কাঁচি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।