নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলা মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ শতাধিক ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পৌরসভা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে পৌরসভার উপজেলার ভূমি অফিসের সামনে থেকে একটি কভারভ্যানসহ চালক জালালউদ্দিন ও হেলপার সোহাগ নামের ২জনকে আটক করা হয়। এসময় তাদের জিজ্ঞেসাবাদে কভারভ্যানের ডেস্কবোর্ড থেকে ২২ শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আগামী কাল সকালে আদালতে প্রেরণ করা হবে।
আটককৃত জালালউদ্দিন (৫০) কুমিল্লা জেলার তিতাস থানার চরকুমারিয়া গ্রামে কাবির মিয়ার ছেলে ও সোহাগ (৩২) চাঁদপুর জেলার মতলব থানার কালিপুরা গ্রামের মোতালেবের ছেলে। তারা দুজনই সাইনবোর্ড এলাকার শিবু মার্কেট এলাকায় ভাড়াটিয়া।