নিউজ সোনারগাঁ২৪ডটকম:
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য লিটন মিয়াকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পৌরসভা দিঘিরপাড় রয়েল রির্সোটের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁ থানার এসআই আব্দুর হক সিকদার জানান, উপজেলার পৌরসভার দিঘিরপাড় এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে সন্দেহজনক ভাবে একটি প্রাইভেটকার আটক করা হয়। এসময় প্রাইভেটকারের ভেতর থাকা এক ব্যক্তির আচারন দেখে পুলিশের সন্দেহ হয়। এসময় ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গেলে জিঞ্জেসাবাদে জানা যায় তার নাম লিটন সে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় গ্রেফতারকৃত লিটন ও ওই এলাকার রোজিনা নামের এক গৃহবধু হত্যার আসামী। পরে আটককৃত লিটনকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ, গত ৭ জুলাই মাছ ধরাকে কেন্দ্র করে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ীয়া ইউপির মধ্যারচর গ্রামের যুবলীগ নেতা বাবুল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়ার মধ্যে মাছ ধরার চাইপাতাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়। এদের মধ্যে রোজিনাও একজন। আহত রোজিনা চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মারা যায়। সে মামলার অন্যতম আসামী ইউপি সদস্য লিটন।