নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মমিন ও আফসার উদ্দিন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে তাদের উপজেলার সাদিপুর ইউনিয়ন থেকে আটক করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে উপজেলার সাদিপুর খিতিরপুর এলাকা থেকে মৃত শুক্কুর আলীর আফসার উদ্দিনকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। অপরদিকে, একই ইউনিয়ন থেকে বারগাঁও এলাকার ইছমত আলীর ছেলে মোঃ মমিনকে ৩শত পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে বুধবার সকালে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।