নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত শুক্রবার রাতে তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার পৌরসভার দত্তপাড়া গালস স্কুলের সামনে থেকে মৃত মনাই মিয়ার ছেলে জুয়েল (৩৫) কে ২০পিছ ইয়াবাসহ, মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাক থেকে মৃতঃ আঃ রশিদ মিয়ার ছেলে খাজা মিয়া (৪২) ও আক্কাছ আলীর ছেলে শরিফ মিয়া (২৮) কে ৬৬ পিছ ইয়াবাসহ ও কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মৃত আবুল খায়েরের ছেলে তারেক মিয়া (২৯)কে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। অপরদিকে, সাদিপুর বস্তল এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ মৃত মান্নানের ছেলে আইয়ুব আলী (৬২) কে আটক করা হয়েছে।