নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাদের পিরোজপুর ও কাঁচপুর ইউনিয়ন থেকে আটক করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান চালিয়ে বুধবার রাতে উপজেলার পিরোজপুর ইউপির মঙ্গলেরগাঁয়ের বটতলা এলাকা থেকে আঃ রউফের ছেলে কিরনকে ১ কেজি গাঁজাসহ ও কাঁচপুর ইউনিয়ন থেকে রূপগঞ্জ থানার তারারো পবনকুল গ্রামের আঃ খলিলের ছেলে আজিজুলকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার সকালে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।