নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল রাতে তাদের আটক করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে গত বুধবার রাতে পৌরসভার সাহাপুর এলাকার জাহাঙ্গীর আলম ভুঁইয়ার ছেলে আনোয়ার ৪ পিছ ইয়াবা ও বাড়ী মজলিশ গ্রামের মৃত ছাত্তার মিয়ার ছেলে বাছেদকে ৫শত গ্রাম গাজাসহ আটক করা হয়েছে। তাদের আটকের ঘটনায় বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।