নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ ফারুক হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত শনিবার রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম পিপিএম জানান, উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাবিবপুর রত্মদ্বীপ বিউটি পার্লারের সামনে থেকে সনমান্দী গ্রামের ফজলুল হকের ছেলে আনোয়ার হোসেনকে ফেন্সিডিল সহ ও পিরোজপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামের ফজলুল হক মেম্বারের ছেলে ফারুক হোসেনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।