নিউজ সোনারগাঁ২৪ডটকম: সোনারগাঁ উপজেলা মাদক বিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল রাতে তাদের বৈদ্যেরবাজার ও মোগরাপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি তদন্ত) হেলালউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে গতকাল রবিবার রাতে উপজেলা বৈদ্যেরবাজার সাতভাইয়া পাড়া থেকে ২৫ পিস ইয়াবাসহ সাদিয়া (২২) ও বিল্লাল (২৫) নামের দুজনকে আটক করা হয়েছে। অপরদিকে, উপজেলা মোগরাপাড়া ইউপির কাবিরগঞ্জ গ্রামে থেকে ২০ পিস ইয়াবাসহ রাপ্পু (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ ঘটনায় সোমবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।