নিউজ সোনারগাঁ২৪ডটম:
সোনারগাঁ উপজেলা কাঁচপুর এলাকা থেকে থানা ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আজ বুধবার সকালে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানান, উপজেলার কাঁচপুর ইউপির ছাত্রদলের কার্যালয়ে গোপন মিটিং করার সময় ছাত্রদলের ১৩জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতরা হলে সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোজান্মেল, কাজী হিমেল, বিল্লাল হোসেন, রুহুল আমিন পাবেল, ফরহাদ হেসেন, আব্দুল হালিম, ওমর ফারুক, আবুল বাসার, সাইদুর রহমান, খোরশেদ আলম, ইউনুছ, সাইজউদিন, জাকারিয়া। গ্রেফতারকৃতদের বিরোধে বুধবার সকালে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।