নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির পিয়ারনগর এলাকা থেকে দেশীয় অস্ত্র একটি প্রাইভেট কারসহ চার ডাকাতকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। এসময় ডাকাতদের কাছ থেকে ১২টি মোবাইলসেট চকলেটসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃত ডাকাত মামুন সাভার এলাকার মৃত রহমানের ছেলে, সুজন হোমনা থানার আসাদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে, সুজন মতলব থানার একলাছচপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ও জাহিদ হোসেন গজারিয়া থানার পুরান বাউশিয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।
আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার সকালে তাদের জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার এসআই আব্দুর হক সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলা পিরোজপুর ইউপির পিয়ারনগর এলাকা থেকে একটি প্রাইভেটকার সহ মামুন, সুজন, জাহিদ ও সুজন নামের চার ডাকাতকে আটক করি। এসময় তাদের গাড়ী তল্লাসী করে ১৯টি মোবাইলসেট, চারটি ছোরা ও ৩ প্যাকেট বিদেশী চকলেট উদ্ধার করা হয়েছে।