নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ ৬ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার পৌর এলাকার তাজপুর এলাকা থেকে বৈদ্যেরবাজার হামছাদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ রাজু (২৬) কে ও পৌরসভার তাজপুর গ্রামের সামসুল হকের ছেলে অহিদকে ৪০পিছ, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বন্দর উপজেলার মুরাদপুর গ্রামের আঃ জলিলের ছেলে এনামুল (২৫) কে ৫০পিছ, পিরোজপুর ইউপির জৈনপুর এলাকা থেকে মৃত চাঁন মিয়ার ছেলে টিপু মিয়াকে ১৫ পিছ ও বারদী সেনপাড়া এলাকার শহিদুল্লাহর ছেলে গোলজার হোসেন (২৯) কে ৩০পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে।
অপরদিকে, কাঁচপুর খিতিরপুর এলাকা থেকে লতিফ মিয়ার স্ত্রী শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জুহুরা বেগমকে ১১ শত পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে।