নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে কাঁচপুর এলাকা থেকে ১২ বোতল বিদেশী মদসহ শাহ আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত বুধবার রাতে তাকে কাঁচপুর বেহাকৈল এলাকা থেকে আটক করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানান, উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার মফিজ উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া বন্দর উপজেলার পিচ কামতাল গ্রামের আঃ আলী ফকিরের ছেলে শাহ আলীকে আটক করা হয়। এসময় তার ভাড়াটিয়া ঘরে তল্লাসী চালিয়ে ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।