নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মদ, গাজা ও ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল শনিবার রাতে তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে কাঁচপুর বাসষ্ট্যান্ড থেকে কাঁচপুর সেনপাড়া এলাকার সামসু মিয়ার ভাড়াটিয়া বি-বাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার তেজখালি গ্রামের মৃত নীল মিয়ার ছেলে আবুল হোসেন (২৮) কে ২০পিছ ইয়াবাসহ, জামপুর পাকুন্ডা এলাকার মৃত আমিনুল ভুইয়ার ছেলে আল-আমিন (৪৫) কে ৫ লিটার মদসহ, পিরোজপুর ইউপির রামগোবিন্ধের গাঁও মসজিদের সামনে থেকে আবুল হোসেনের ভাড়াটিয়া লালমনিরহাট জেলার বত্রিশ হাজারী গ্রামের আঃ সালামের ছেলে রফিকুল ইসলাম (২৬) কে ২৫ পিছ ইয়াবাসহ, মোগরাপাড়া ইউপির বাড়ী মজলিশ গ্রাম থেকে মিলন মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫) কে ৫শত গ্রাম গাঁজা ও পৌরসভার টিপরদী এলাকার মোতালেব মিয়ার ভাড়াটিয়া নীলফামারী জেলার মহর উদ্দিনের ছেলে শাহিন (২৭) ৫শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।
অপরদিকে, মোগরাপাড়া কাবিরগঞ্জ গ্রামের তাইজউদ্দিনের ছেলে শামীম (২৪) কে, ভৈরবদী গ্রামের হাসান মিয়ার ছেলে ইসমাইলকে ও বন্দর উপজেলার জহরপুর গ্রামের দেলোয়ারের ছেলে রাসেল (২৯) কে ৩০ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।